বিসেফ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর সহযোগিতায় পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিল এলাকায় "ভরসার নতুন জানালা" কর্মসুচির আওতায় কামালপুর হাইস্কুল মাঠে আয়োজিত উদ্যোক্তা কৃষক সম্মেলনে প্রায় ৫ শতাধিক পেঁয়াজ চাষীর অংশগ্রহন করেন। স্বল্প সুদে উদ্যোক্তা কৃষকদেরকে কৃষি ঋন বিতরণ কর্মসূচির জন্য মতবিনিময় করা হয়। বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ও সুজানগরের কৃতি সন্তান ড. মোহাম্মদ জয়নুল আবেদীন এই সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ করির এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব আনোয়ার ফারুক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম সিদ্দিক, বিসেফ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মিটন, বিসেফ ফাউন্ডেশনের সদস্য ও ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ের এবং পাবনা জেলা শাখার কর্মকর্তাবৃন্দরা। এই কার্যক্রমের ধারাবাহিকতায় পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কাশিমনগর শ্রীপুরের আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানী ড.জয়নুল আবেদীন স্যারের বাড়িতে কৃষক ক্ষুদ্রঋণ কর্মসূচির তালিকাভুক্ত ৪৫০ পেঁয়াজচাষীদের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) তে একাউন্ট খোলার বিষয়টি সম্পন্ন করা হলো ।