বিসেফ ফাউন্ডেশন ও ইউসিবিএল ব্যাংকের সহযোগিতায় গত ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার উত্তর বঙ্গ মৌ-চাষী সম্মেলন পাবনা জেলার চাটমোহর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত হয়। উত্তর বঙ্গের সকল জেলা থেকে প্রায় ৪ শতাধিক মৌ-চাষী ও উদ্যোক্তা চাষী এই সম্মলনে অংশগ্রহন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বিসেফ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি কৃষিবিদ ড. মোহাম্মদ জয়নুল আবেদীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, কোষাধ্যক্ষ মহিদুল হক খান, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মিটন এবং নির্বাহী সদস্য ও উত্তর বঙ্গ মৌ-চাষী সমিতির উপদেষ্টা সাকিউল মিল্লাত মোরশেদ।